রহমত নিউজ 16 September, 2025 08:07 PM
জুলাই সনদের আইনি-ভিত্তি প্রদান ও সে অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদরাসায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ৭ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন।
দাবিগুলো হচ্ছে :
১। জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
২। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৩। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।
৪। শাপলা গণহত্যা ও ২০২৪ এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে।
৫। বিগত ২৪ এর আন্দোলনকারীদের ন্যায় শাপলা শহীদদের রাষ্ট্রিয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে।
৬। বিগত সরকার গুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচারকৃত সকল অর্থ ফেরত আনতে হবে।
৭। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সকল দাবি আদায়ের লক্ষ্যে খেলাফত আন্দোলনের কর্মসূচি :
১। আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ।
২। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি।
৩। ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা / উপজেলায় বিক্ষোভ মিছিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম-মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।